রাজধানীর বিজয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সাজু (২২) নামে এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তবে ভোর ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ সাজু গোপালগঞ্জ সদর থানার আটবাড়ীয়া গ্রামের মোতালেব হোসেনের সন্তান। তিনি রাজধানীর মুগদার মান্ডা ঝিলপাড় এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহতের বন্ধু বাইজিদ জানান, সাজু পেশায় প্রাইভেটকার চালক ছিলেন এবং তিনি নিজে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। ঘটনার রাতে সাজু গ্যারেজে এসে জানান, তার স্যার ফোন দিয়ে ডেকেছেন এবং সেখানে যেতে হবে। সাজু বাইজিদকে তাকে অটোরিকশায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। বাইজিদ তাকে বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় নামিয়ে দিয়ে ফিরে আসার সময় হঠাৎ চিৎকার শুনতে পান।
পরে তিনি দেখেন ছিনতাইকারীদের সঙ্গে সাজুর ধস্তাধস্তি হচ্ছে। একপর্যায়ে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে সাজুর কাছ থেকে একটি স্মার্টফোন ও কিছু টাকা নিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :