AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৬:১৩ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

ঢাকার চকবাজার থানার অধীন মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি লিমিটেড এর ভোগ দখলীয় ১১/২১, আলী হোসেন খান রোড ও ৭২ নং মৌলভীবাজার কাঁচাবাজার এর ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তি ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ব্যবসায়ীরা।

বুধবার (২২ জানুয়ারী) রাজধানীর এই বাজারের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার কাঁচাবাজার দোকান মালিক সমিতি ও মৌলভীবাজার মৎস্য সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দরা। 

এ সময় মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দিন বলেন, ব্যাক্তি মালিকানাধীন মৌলভীবাজার মৎস দোকানদার সমবায় সমিতির প্রায় ২৬৬ জন সদস্য মৎস দোকান, সবজি দোকান, মুদি দোকান ইত্যাদি কাঁচা দ্রব্যাদি বিক্রয় এর জন্য টিনসেড, সেমি পাকা ঘর ইত্যাদি নির্মাণ করিয়া বংশ পরম্পরায় দীর্ঘ শত বৎসরের উর্ধ্বকাল যাবৎ ব্যবসা বাণিজ্য করিয়া পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি। উক্ত সম্পত্তি সংক্রান্ত, সি.এস, এস.এ, আর.এস এবং ঢাকা মহানগর সিটি জরিপে ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তি হিসেবে সংশ্লিষ্ট মালিকদের নাম রের্কডভূক্ত আছে। উক্ত সম্পত্তি অদ্যাবধি আমরা ভোগদখল করিয়া আসিতেছি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর সহ বিভিন্ন সংস্থার কর নিয়মিত প্রদান করিয়া আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি। 

তিনি বলেন, সম্প্রতি জানিতে পারি একটি কুচক্রি ভূমি দস্যু মহল উক্ত সম্পত্তি বাজার হিসেবে ইজারা নেওয়ার জন্য তৎপরতা চালাইতেছে। বিগত ১৭/১২/২০২৪ ইং তারিখে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন কর্তৃক ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অধীন বিভিন্ন বাজার সমূহ ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং উক্ত ইজারা বিজ্ঞপ্তিতে আমাদের ভোগদখলীয় ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তি "মৌলভীবাজার কাঁচা বাজার" নাম দিয়ে ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করা হয়। যা কাম্য নয়। 

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, এই ইজারা বিজ্ঞপ্তি বাতিলের জন্য ঢাকা জেলা প্রশাসক, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর প্রশাসক, ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার নিকট আমরা লিখিত ভাবে আবেদন করিয়াছি। 

তারা অভিযোগ করে বলেন, এ বিষয়ে অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি, বরং এলাকার একটি সন্ত্রাসী গোষ্ঠি নিজেদেরকে ইজারাদার পরিচয় দিয়া আমাদের শত বৎসরের ভোগদখলীয় ব্যক্তি মালিকানাধীন দোকান হইতে ইজারা মূল্য প্রদানের জন্য হুমকি প্রদান করিতেছে। এতে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হইয়াছে এবং যে কোন মূহুর্তে পরিস্থিতির চরম অবনতি ঘটার আশংকা দেখা দিয়েছে। 

অন্তর্বর্তীকালীন কালীন সরকার সহ এ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত এই ইজারা বাতিলের আহবান জানান ব্যবসায়ীরা। শত বৎসরের ভোগদখলীয় নিম্ন তফসিলভূক্ত ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তি হইতে ইজারাদার পরিচয় দিয়ে কেহ যাহাতে ইজারা মূল্য গ্রহন করিতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন জানান। 

বিশেষ দ্রষ্টবঃ তফসিল= জেলা- ঢাকা, থানা- লালবাগ হালে চকবাজার মৌজা সাবেক শহর ঢাকা হালে লালবাগ সি.এস খতিয়ান নং-৮৫১৯, সি.এস. দাগ-২৮৩, ২৮৪, সি.এস খতিয়ান নং-৮৫২১, সি.এস. দাগ নং- ২৭৬, সি.এস খতিয়ান নং- ৮৫২৩, সি.এস দাগ নং-২৭৭, ২৭৮, সি.এস খতিয়ান নং- ৮৫৩৫, সি.এস দাগ নং-২৭৯, সি.এস খতিয়ান নং- ৮৫৩৬, সি.এস দাগ নং-২৭১, সি.এস খতিয়ান নং- ৮৫৩৮, সি.এস দাগ নং-২৮২, সি.এস খতিয়ান নং- ৮৫৪০, সি.এস দাগ নং- ২৮১, সি.এস খতিয়ান নং- ১১৭২০, সি.এস দাগ নং-২৪৮, ২৬৯, ২৭৩,২৮৯, সি.এস খতিয়ান নং- ১১৭২৩, সি.এস দাগ নং-২৭২, সি.এস খতিয়ান নং-১১৭২৫, সি.এস দাগ নং-২৮৬, এস.এ খতিয়ান নং- ২৭৪১, এস.এ দাগ নং-৭৪২৭, ৭৪২৮, ৭৪২৯, ৭৪৩০, ৭৪৩১, ৭৪৩২, ৭৪৩৩, ৭৪৩৪, ৭৪৩৫, ৭৪৩৬, ৭৪৩৭, ৭৪৩৮, ৭৪৪০, ৭৪৪১, ৭৪৪২, ৭৪৪৩, ৭৪৪৪, আর.এস খতিয়ান নং- ৪৪০৯, আর.এস দাগ নং-৯৪৭৮, ৯৪৯৪,৯৪৯৭, আর.এস খতিয়ান নং- ৪৪১০, আর.এস দাগ নং-৯৪৮৮, ৯৪৮৯, ৯৪৯১, ৯৪৯৩, ৯৫৬০, ৯৫৬৩, ঢাকা সিটি জরিপ খতিয়ান নং- ৬৫৮৪, ঢাকা সিটি জরিপ দাগ নং-১৩০৯৪, ১৩০৯৫, ১৩১২৭, ১৩১২৮, ১৩১৩০, ১৩১৩১, ১৩১৩২, ১৩১৩৩, ১৩১৩৫, ১৩১৩৬, ১৩১৩৭, ১৩১৩৮, ১৩১৩৯, ১৩১৪০, ১৩১৪১, যাহার হোল্ডিং নং-১১/২১, আলী হোসেন খান রোড, ৭২, মৌলভীবাজার, ঢাকা।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ

Link copied!