AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আল-হেরা বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:১২ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
আল-হেরা বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আল-হেরা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সুশৃঙ্খল পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। সুষ্ঠ নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশনার বলেন প্রার্থীরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর মিরপুর ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ভোটার সংখ্যা ১৭১ জন। নির্বাচনে ৬ টি পদে, দুটি প্যানেলে ৯ জন করে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হবেন ৯ জন প্রার্থী। 

শাহজাহান - নাসির পরিষদে সভাপতি পদে আলহাজ্ব মোঃ শাহজাহান (দাদা), সহ-সভাপতি পদে অ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম, সম্পাদক পদে অ্যাড. মোঃ নাসির উদ্দিন, যুগ্ন সম্পাদক পদে মোঃ রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ পদে মোঃ মোশারফ হোসেন খাঁন ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল ওয়াদুদ, মোঃ বিপুল ইসলাম পাটোয়ারী এবং মোঃ আজিজুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। 

নির্বাচনে শহীদ উল্লাহ - জাহাঙ্গীর আলম পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি পদে হাজী মোঃ শহিদ উল্লাহ, সহ-সভাপতি পদে মোঃ মামুনুর রশিদ, সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম সম্পাদক পদে শারফুদ্দিন আহম্মেদ রিন্টু, কোষাধ্যক্ষ পদে মোঃ আমিনুল ইসলাম ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোঃ মাহমুদ হোসেন তুহিন, আব্দুল হান্নান খোকন, মানজার এ আলম ভুইয়া এবং মাঈন উদ্দিন দেওয়ান।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদ কে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশনার। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি। আমরা প্রার্থীরা সবাই ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সমিতির উন্নয়নে কাজ করব। সমিতির সকল সম্মানিত সদস্যদের সর্বাত্মক সহযোগীতা ও পরামর্শক্রমে পূর্ণাঙ্গ আল-হেরা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আবাসন প্রকল্পের কার্যক্রম ২০২৮ সালের মধ্যে সমাপ্ত করার ব্যবস্থা গ্রহণ করা। প্লট বঞ্চিত সদস্যদের প্লট দেওয়ার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করা। 

প্রার্থীরা আরও বলেন, প্রজেক্টের সার্বিক উন্নয়মূলক অসম্পূর্ণ কাজগুলো পর্যায়ক্রমে দ্রুত সময়ে/২০২৮ সালের মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। প্রজেক্টের নক্শাসমূহ এক ফ্রেমে এনে সাইট অফিসে স্থাপন করা। সমিতির হিসাব ব্যবস্থা স্বচ্ছতা আনায়নের লক্ষ্যে বিল ভাউচার যাচাই-বাছাই করার জন্য সমিতির অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে নুন্যতম ৩/৫ (তিন/পাঁচ) সদস্য বিশিষ্ট আভ্যন্তরীন অডিট কমিটি নিয়োগ করা। প্রজেক্টের উন্নয়নমূলক কাজে ও আয় বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ প্রদান করার জন্য সম্মানিত সদস্যদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা। প্রজেক্টের প্রবেশ পথে ৩০ ফুট দৈর্ঘ্য ১৫-২০ ফুট প্রশস্ত ব্রীজ নির্মাণ করার জন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। দ্রুত সময়ের মধ্যে প্লট বরাদ্ধ প্রাপ্ত সদস্যদের নিজ নিজ নামে সাব-কবলা রেজিস্ট্রি সম্পন্ন করার জন্য অভিজ্ঞ দলিল লেখক/ভেন্ডার ও অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে প্লট রেজিষ্ট্রি উপ-কমিটি গঠন করা। আবাসিক প্রকল্প আদর্শ ও মানবিক সোসাইটি তৈরীতে, স্কুল-মসজিদসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। অধিক স্বচ্ছতার জন্য সকল সম্মানিত সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে সমিতির সকল ধরণের কার্যক্রম পরিচালনা করা সহ সবাই মিলেমিশে একটি বাসযোগ্য আদর্শ আবাসিক প্রকল্প গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকেতো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে আল-হেরা বহুমুখী সমবায় সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

আল-হেরা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন কমিটির সভাপতি ও শাহআলী মেট্রো থানা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। 

একুশে সংবাদ/রাফি/বাবু/ এস কে 

Link copied!