দীর্ঘ ১০ বছর পর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিন ব্যাপী লেদার ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিষ্ট`স সোসাইটি বাংলাদেশ এর ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৮) অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ও সুষ্ঠ নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশনার জানান প্রার্থী ও ভোটাররা। ব্যানারে ও পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) রাজধানীর হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৫৬৪ জন। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আলী (বাপ্পি) ও মোহাম্মদ মাজহারুল ইসলাম (বাদল), সহ-সভাপতি পদে মুহাম্মদ আবদুল হাকিম খান, মোঃ তাছনিম আলম (শাহিন) ও মুহাম্মদ রফিকুল ইসলাম (রফিক), সাধারণ সম্পাদক পদে দীপংকর ত্রিপুরা ও মোঃ মাজেদুল হক (মাজেদ), যুগ্ম সাধারণ সম্পাদক (লেদার টেক) পদে মোহাম্মদ আবিদ রহমান (আবিদ) ও শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক লেদার (প্রোডাক্ট) পদে মোঃ মামুন অর রশিদ (মামুন) ও মোঃ শাকিল আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ খালেদ ইবনে মোশারফ (মিঠু) ও মোঃ খায়রুল হুদা (ওহী), ক্রীড়া সম্পাদক পদে আনিসুর রহমান (শিশির) ও মোঃ ফিরোজ মাহমুদ (ফিরোজ) প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, দীর্ঘ ১০ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবার সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। আমরা সব প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই লেদার ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিষ্ট`স সোসাইটির উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই লেদার ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিষ্ট`স সোসাইটির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সোসাইটির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ তকদির আহমেদ বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
এই নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক নূর মুহাম্মদ বলেন, বহুল কাঙ্খিত একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। প্রার্থী বা ভোটারদের পক্ষ কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। সবাই সকল নিয়ম-কানুন মেনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
একুশে সংবাদ/রাফি/বাবু/এনএস
আপনার মতামত লিখুন :