বায়ুদূষণে আজ শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। ঢাকার বায়ুর স্কোর শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে ছিল ২১৪। যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এমন চিত্র দেখা গেছে। এর আগে গতকালও ঢাকার বাতাসের মান ছিল ‘খুব অস্বাস্থ্যকর’।
এছাড়া দূষিত বায়ুর শহর হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরের স্কোর ছিল ১৮৬। ভারতের দিল্লি রয়েছে তৃতীয় অবস্থানে, যার স্কোর ছিল ১৮৩। চতুর্থ অবস্থানে আছে নেপালের কাঠমাণ্ডু, শহরটির স্কোর ছিল ১৭৭। এছাড়া একই স্কোর নিয়ে ভারতের দিল্লি রয়েছে পঞ্চম অবস্থানে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।
একুশে সংবাদ//আর.টি//র.ন
আপনার মতামত লিখুন :