AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাগুনের দুপুরে রাজধানীতে একপশলা বৃষ্টি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৫ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ফাগুনের দুপুরে রাজধানীতে একপশলা বৃষ্টি

দেশের চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।

সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা ও ধোঁয়াশাচ্ছন্ন। আকাশের গুমোট ভাব দেখে অনেকেই বৃষ্টির পূর্বাভাস অনুমান করেছিলেন। দুপুরে হঠাৎ করেই রাজধানীর যাত্রাবাড়ীতে বৃষ্টি নামে, যা শুরু হয় ১টা ৪৫ মিনিটে। এই বৃষ্টি অনেকের মনে স্বস্তি এনে দেয়। পরে, ৩টার দিকে আগারগাঁও এলাকাতেও বৃষ্টি হতে দেখা যায়।

Bangladesh Times | ফাগুনের দুপুরে ঢাকায় শিলাবৃষ্টি
ফাগুনের দুপুরে রাজধানীতে বৃষ্টি

আজ ৯ ফাল্গুন। শীত পেরিয়ে বসন্ত ও গ্রীষ্মের মিশেলে যখন আবহাওয়ায় এক মর্মর রূপ পরিলক্ষিত হচ্ছে তখন এমন বৃষ্টি ভিন্ন এক আমেজ তৈরি করেছে জনমনে।

অপ্রস্তুত কাউকে এসময় দেখা গেছে ছাতা ছাড়া ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে, কাউকে বা বৃষ্টিতে ভিজে বাসে উঠতে। কেউ বা ছাতা হাতে সড়ক পারাপার হন।

বৃষ্টিতে পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতে দেখা যায়। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকে।

ফাগুনের দুপুরে রাজধানীতে বৃষ্টি
ফাগুনের দুপুরে রাজধানীতে বৃষ্টি

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজকের বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে আরও পরে জানানো হবে। তবে আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। ওইদিন থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ফাগুনের দুপুরে রাজধানীতে বৃষ্টি
ফাগুনের দুপুরে রাজধানীতে বৃষ্টি

এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

 

একুশে সংবাদ/দ.স/এনএস

Link copied!