AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৭ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা, যার ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তারা সড়ক অবরোধ করেন, যার কারণে পল্টন, সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা যায়।

এরআগে, সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করেছে সারাদেশ থেকে আগত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কয়েক হাজার কর্মকতা-কর্মচারী।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কাজ করা কর্মকর্তা-কর্মচারী দাবি আদায়ে জড়ো হন। ছবি: সময় সংবাদ

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ শেষে দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। এসময় ব্যানার হাতে মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন অবরোধে যোগ দেয়া আউটসোর্সিং কর্মীরা।

তাদের দাবি, ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরিতে স্থায়ীকরণ, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধসহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

এ সময় আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায়ের চূড়ান্ত ফলাফল না পেলে রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকতা-কর্মচারীরা।
 

একুশে সংবাদ/স.ট/এনএস

Link copied!