আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করছে ভারথের দিল্লি। দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ২৭০ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার। এ ছাড়া বায়ুদূষণে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের সাংহাই, শহরটির স্কোর হচ্ছে ১৮১, পঞ্চম অবস্থানে রয়েছে দেশটির উহান শহর, যার স্কোর হচ্ছে ১৬৮।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
একুশে সংবাদ//কা.ক//র.ন
আপনার মতামত লিখুন :