আসন্ন রমজান মাসে যানজট কমাতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে ডিএমপি ও ডিএনসিসি। ডিএনসিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে সমন্বিতভাবে বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রমজান মাসে ট্রাফিক ব্যবস্থাপনায় মাঠে থাকবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে গুলশান নগরভবনে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে রমজান মাসে যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ স্কাউটের প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়।
বৈঠকে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, `যানজট কমাতে শিক্ষার্থীরা ইতোমধ্যে ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছে। রমজান মাসে জনদুর্ভোগ যেন না হয় সেজন্য আমরা আবারও শিক্ষার্থীদের সহায়তা প্রত্যাশা করছি। ট্রাফিক বিভাগের নির্দেশনায় বাংলাদেশ স্কাউট, বিএনসিসি ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে মাঠে থাকবে।`
বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ)মোহাম্মদ এনামুল হক, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ, বাংলাদেশ স্কাউটের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :