AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৫ পিএম, ২ মার্চ, ২০২৫
ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে আজ রোববার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে হাতে করে টোল নেওয়ায় কারণে তীব্র যানযট দেখা দিয়েছে তেজগাঁও এলাকায়।

ডিএমপির পরামর্শে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরামর্শেই তেজগাঁও থেকে বিমানবন্দর যাওয়ার পথের স্বয়ংক্রিয় টোল বুথ বন্ধ করা হয়েছে। যানজট কমাতে পুলিশ এমন পরামর্শ দেয়।’

সরেজমিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশ ঘুরে দেখা যায়, স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে হাতে করে টোল নেওয়া হচ্ছে। এতে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য যানবাহনের লাইন দীর্ঘ হয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে সময় বেশি লাগছে।

এরআগে, গত ২৬ ফেব্রুয়ারি এক নির্দেশনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেয় ডিএমপি।

ডিএমপির পরামর্শে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট

এদিকে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই গতিসীমা কার্যকর হয়েছে। এর চেয়ে বেশি গতিসীমায় যানবাহন চালালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মামলা করবে।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!