AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুলশানে মধ্যরাতে তল্লাশির নামে লুটপাটের অভিযোগ, আটক ৩


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৭ পিএম, ৫ মার্চ, ২০২৫
গুলশানে মধ্যরাতে তল্লাশির নামে লুটপাটের অভিযোগ, আটক ৩

রাজধানীর গুলশানের একটি বাড়িতে মধ্যরাতে দরজা ভেঙে প্রবেশ করে তল্লাশির নামে লুটপাটের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় বাড়ির নিরাপত্তাকর্মী গুলশান থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

মঙ্গলবার দিবাগত রাতে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম সংশ্লিষ্ট বাড়িতে তল্লাশির কথা বলে প্রবেশ করে লুটপাট চালায় একদল ব্যক্তি। তাদের দাবি, সেখানে বিপুল অবৈধ অর্থ রাখা হয়েছে।

অবৈধ অর্থের অভিযোগ তুলে গুলশানের বাড়িতে একদল ব্যক্তির ‘তল্লাশি’অবৈধ অর্থের অভিযোগ তুলে গুলশানের বাড়িতে একদল ব্যক্তির ‘তল্লাশি’
স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরেই বাসাটিতে ঢোকার চেষ্টা করছিল তারা। অবশেষে গতরাতে প্রধান দরজা ভেঙে সেখানে ঢুকতে পারে তারা। পরে আলমারি, ওয়্যারড্রব, লাগেজ থেকে শুরু করে পুরো বাড়ি তছনছ করা হয়।

এদিকে বাড়িটির গৃহকর্মীরা জানিয়েছেন, এ বাড়ির মালিক তানভীর ইমামের সাবেক স্ত্রী। প্রায় ২৭ বছর আগে বিবাহবিচ্ছেদ হয় তাদের। তিনি বর্তমানে বিদেশে আছেন।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!