ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি)`র প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সাবেক ডীন এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী প্রফেসর ড. শাহিদা রফিকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আইএসটি অডিটোরিয়ামে তাঁর পরিবারের উদ্যোগে এই ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পুত্র ড. মাশরুর রফিক মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ড. শাহানুর রফিক মিয়া, সালেহ মুহম্মদ রফিক, ফরিদা নাসরিন, এস এ তাহের মুন্সী, মোখলেসুর রহমান আবির সহ মরহুমার পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা ও গবেষণা জগতের বিশিষ্টজন এবং শুভাকাঙ্ক্ষীগন।
এ সময় ড. মাশরুর রফিক মিয়া বলেন, “আমাদের মা শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরিবারের শক্তি ও অনুপ্রেরণা। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও নিষ্ঠা আমাদের পথচলার জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। আমরা তার স্মৃতি বাঁচিয়ে রাখতে চাই এবং তাঁর আদর্শ অনুসরণ করে সমাজের কল্যাণে কাজ করতে চাই।”
এছাড়াও অনেক বক্তাগন বলেন, প্রফেসর ড. শাহিদা রফিক ছিলেন একজন ভালো মনের মানুষ ও পরোপকারী। তিনি সমাজের মানুষের উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন। অসহায় মানুষদের পাশে গিয়ে তাকে স্বাবলম্বী করেছেন। তার মত মানুষ সমাজে অনেক বেশি প্রয়োজন।
একুশে সংবাদ/রাফি/বাবু/বি
আপনার মতামত লিখুন :