ঢাকার বাড্ডায় অবস্থিত সনামধন্য মাদরাসা মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদরাসার ইফতার ও দোয়া মাহফিলে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা মুফতি মুহাম্মদ জাকারিয়া সাহেব।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ১২ রমজানে মাদরাসাটির অস্থায়ী ক্যাম্পাসে এই ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ ছিলো বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা মুফতি মুহাম্মদ জাকারিয়া সাহেব। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ মোকাররম হোসেন ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইমাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল জলিল সাহেব। এছাড়াও দোয়া পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব। এছাড়াও অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আলহাজ্ব ছাদেকুুর রহমান।
হাফেজ জাকারিয়া উপস্থিত সকলের মাঝে বক্তব্য রাখেন এবং মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন। এছাড়াও উপস্থিত অতিথিবৃন্দরাও বক্তৃতা করেন। দোয়া মাহফিল শেষে ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :