কয়েক দিনের গরমের পর রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে, জনমনে কিছুটা স্বস্তি এনেছে। তবে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
বেশ কিছু দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরম পড়ছিল, এবং কিছু কিছু জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে।
এ পরিস্থিতিতে সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে ঢাকার আকাশ মেঘে ছেয়ে যায়। বেলা ২টার দিকে বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তীব্র গরমের পর এমন বৃষ্টিতে স্বস্তির কথা জানিয়েছেন কেউ কেউ। তবে আকস্মিক বৃষ্টিতে কিছুটা ভোগান্তিও বেড়েছে কর্মজীবীদের।
তসলিমা আক্তার নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, আমার অফিস কারওয়ান বাজারে। ডিউটি বিকেল থেকে। দুপুরের দিকে বাসা থেকে বের হয়েছি। ছাতা ছাড়া বের হয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে বৃষ্টির দেখা পেয়েছি, সেটাই অনেক কিছু। এতে গরম কিছুটা কমতে বলে আশা করছি।
এদিকে আবহাওয়া দফতরের তথ্যমতে, মঙ্গলবার (১৮ মার্চ) থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবাহওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
একুশে সংবাদ/স.ট/এনএস
আপনার মতামত লিখুন :