রাজধানীরতে ডিপ্লোমা ইন ইলেক্ট্রো-মেডিক্যাল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ডিমিয়া) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, ডিমিয়ার বর্তমান ও প্রাক্তন সদস্যরা অংশ গ্রহণ করেন।
এ সময় অনুষ্ঠানে কেনিক, ডিমিয়ার সভাপতি প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি`র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: কবির হোসেন।
বিশেষ অতিথি হয়ে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন আইডিইবি`র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এছাড়াও কেনিক, ডিমিয়ার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আরিফুর ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।
রমজানের গুরুত্ব ও ইঞ্জিনিয়ারদের সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ইলেক্ট্রো-মেডিক্যাল প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন ও জনস্বাস্থ্যে তাদের অবদানের ওপর গুরুত্ব দেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উন্নতি এবং প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/রাফি/বাবু/বি
আপনার মতামত লিখুন :