রাজধানীর রামপুরায় টিভি সেন্টারের পাশের একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে।সোমবার (২৪ মার্চ) ফজরের নামাজের পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান ।
তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।আগুনে একটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলের আশপাশে কয়েকটি আবাসিক ভবন থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল বাহিনী, যাতে আগুন ছড়িয়ে না পড়ে।
খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সর্বশেষ আগুন নেভেনি, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরবর্তীতে সেখানে আরও দুটি ইউনিটের যাওয়ার তথ্য জানা যায়।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :