মরহুমা বুচি বিবির ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরান ঢাকার চানখারপুল এলাকার ৭৭ নং নাজিমুদ্দিন রোড, কুতুব উল আকতার হজরত বাবা করিম শাহ রহঃ মাজারে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
সোমবার (২৪ মার্চ) ২৩ তম মাহে রমজানে এই আয়োজন করেন মরহুমার পরিবার বর্গ, ভক্ত ও তার আশেকানরা। মরহুমা বুচি বিবির আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর অবদান স্মরণ করা হয়।
এ সময় তার আশেকানরা বলেন, মরহুমা বুচি বিবি ছিলেন কুতুব উল আকতার হজরত বাবা করিম শাহ রহঃ মাজারের প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক। তিনি এই মাজারের পরিচালনা ও উন্নয়ন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তাঁর সেবামূলক কাজ ও ধর্মীয় দায়িত্ববোধের জন্য তিনি বহু মানুষের কাছে শ্রদ্ধার্হ ছিলেন। তাঁর জীবন আজও অনুপ্রাণিত করে এবং তাঁর অবদান মাজার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই আয়োজনে মাজার কমিটির মোতাওয়ালী কাজী নাজিমুদ্দিন এবং মাজার কমিটির পরিচালক ও খাদেম কাজী হুমায়ুন কবিরের নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মাজার কমিটির সদস্য হাজী হারুনুর রশিদ, সিকদার হারুন বিল্লাল, কাজী মোহাম্মদ লিপন, কাজী কাওসার আহমেদ বিপ্লব, কাজী মোহাম্মদ রাব্বি, কাজী সাব্বির হোসেন রিদয়, মোহাম্মদ জামাল, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ আলি, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ শমসের এবং মোহাম্মদ সিয়াম উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই দোয়া শেষে একত্রিত হয়ে শান্তি ও প্রার্থনার মধ্যে ইফতার করেন এবং এই মাহফিলের মাধ্যমে নতুন শক্তি ও প্রেরণা লাভ করেন।
একুশে সংবাদ/রাফি/বাবু/বি
আপনার মতামত লিখুন :