ডিম - মুরগীর দাম কমে যাওয়ায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে করেছেন ক্ষুদ্র ও মাঝারি ডিম- মুরগী উৎপাদনকারী খামারিরা। বিগত বছরের তুলনায় এবারের ডিমের জেনারেল (ছোট ও মাঝারি) উৎপাদন পর্যায়ে ফার্ম গেইট প্রাইস সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে, যা ছোট ও মাঝারি খামারিদের গভীর হতাশায় ও লোকসানের মধ্যে ফেলছে বলে দাবি করেছেন খামারিরা।
মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি খামারিরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, ফেব্রুয়ারী থেকে জেনারেল লেয়ার খামারিদের উৎপাদিত ডিমের দামের ধারাবাহিকভাবে কমা শুরু হলেও পবিত্র রমজান মাস শুরুর পরেও আরো দ্রুত দরপতনের কারনে বর্তমানে বিভিন্ন জেলা ভেদে ক্ষুদ্র ও মাঝারি খামারিরা তাদের ফার্ম গেইটে ৭.০০-৭.৫০ যা আজকে ৯.১০ টাকায় প্রতি পিস ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
সরকারের নিকট দেশের ৮০% ডিমের যোগানদার জেনারেল খামারিদের টিকিয়ে রাখার স্বার্থে আমরা কথিপয় জোড়ালো দাবি তুলে ধরতে চাই -
১। বর্তমানে ডিমের দামের ( ফার্ম গেইট প্রাইস) পতনে ক্ষতিগ্রস্ত খুদ্র ও মাঝারি খামারিদের জরুরি ভিত্তিতে নগদ আর্থিক প্রণোদনার ব্যাবস্থা করা, যেহেতু সরকার ডিমের মুল্য নির্ধারণ করে দিয়েছেন সেহেতু সরকারের উৎপাদনকারী টিকিয়ে রাখার স্বার্থে ও ডিমের উৎপাদনের ধারা অব্যাহত রাখতে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ তহবিল গঠন করে স্বল্প সুদে দ্রুত সময়ে দীর্ঘ মেয়াদী ঋনের ব্যবস্থা করা, যেন এই সকল খামারিরা বর্তমান সকল সংকট কাটিয়ে দ্রুত ঘুরে দাড়াতে পারে।
২। কৃষি শিল্পের মত পোল্ট্রি খামারের বিদ্যুৎ বিলে ২০% রিবেট প্রদান ও তার জন্য শর্ত সহজ করা।
৩। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের টিকিয়ে রাখার স্বার্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন অতিদ্রুত উদ্যোগ গ্রহন করেন।
৪। প্রতি বছর রমজান মাসে সারা দেশে বা লেয়ার ফার্ম ঘন জেলাগুলোতে প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি বিপনন অধিদপ্তর ও ভোক্তা অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মনিটরিং টিমের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তরে নিবন্ধিত জেনারেল খামারিদের ডিম সংরক্ষণের ব্যাবস্থা করা৷
৫। বর্তমান সময়ে বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধির বাস্তব পরিপ্রেক্ষিতে ডিম মুরগির সরকার ঘোষিত যৌক্তিক দাম অনতিবিলম্বে পুনঃনির্ধারন করার জোর দাবি জানাই।
৬। ডিমের উৎপাদন খরচ কমাতে জেনারেল খামারিদেরকে সরকারের পক্ষ থেকে পোল্ট্রি শেড নির্মান,খাচা তৈরি, ক্রয় ও বর্জ্য ব্যবস্থাপনার যন্ত্রপাতি ও স্থাপনা নির্মানের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই।
৭। ডিম মুরগির বাজারে ফড়িয়া সিন্ডিকেটের দৌরাত্ম কমানোর জন্য ডিম মুরগির বাজার ব্যবস্থায় দক্ষ সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে সরকারের নিকট জোড় দাবি জানাই।
৮। পোল্ট্রি শিল্পের বর্তমান সমস্যা ও ভবিষ্যতের চ্যালেন্জগুলো মোকাবেলা করে আগামি দিনে ডিম মুরগির চাহিদা বৃদ্ধির সাথে উৎপাদন ও যোগানের সাথে তাল মিলিয়ে ডিম মুরগির গুনগত মান বজায় রাখা, নিরাপদ খাদ্য উৎপাদন, ডিম ও মুরগির মাংসের আন্তর্জাতিক বাজারে রপ্তানির পথ উন্মুক্ত করতে জাতীয় পোল্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড গঠনের জোর দাবি উপস্থাপন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :