AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে পৃথক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৭ এএম, ২৯ মার্চ, ২০২৫
রাজধানীতে পৃথক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

রাজধানীর বাড্ডা ও কামরাঙ্গীরচরে পৃথক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুইজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন- বাড্ডায় অটোরিকশা চালক জয়নাল আবেদীন (৫০) ও কামরাঙ্গীরচরে সাব্বির (২৩)। আহত অটোচালক জয়নাল আবেদীন পরিবার নিয়ে বাড্ডার তালতলা সাতারকুল এলাকায় থাকেন।

তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী দেলোয়ার জানান, শুক্রবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে তালতলা সাতারকুল এলাকায় অটোচালক জয়নাল যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ছিনতাইকারীরা পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তিনি ঢামেকে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, একইদিন রাত ১০টার দিকে কামরাঙ্গীরচরের সিলেটিয়া বাজার এলাকায় ছিনতাইকারীদের হামলায় সাব্বির (২৩) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত সাব্বিরের খালাতো ভাই মিরাজ জানান, সাব্বির ওই সময় সিলেটিয়া বাজার দিয়ে যাওয়ার পথে ওৎপেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ছিনতাইকারীরা সঙ্গে থাকা মোবাইল ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানান তিনি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!