রাজধানী ঢাকায় শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে, যা কিছুটা স্বস্তি এনে দিয়েছে অতিপ্রচণ্ড গরমে ভোগা নগরবাসীর জন্য।
শেষ বিকেলে ঢাকার আকাশে ঘন কালো মেঘ দেখা দেয়। এর কিছু সময় পরেই শুরু হয় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি। হঠাৎ এই আবহাওয়ায় দিনের গরমে হাঁসফাঁস করা মানুষ কিছুটা প্রশান্তি অনুভব করে।
বৃষ্টির কারণে কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলেও তীব্র গরম থেকে মুক্তি পাওয়ায় স্বস্তিই বেশি ছিল নগরবাসীর মুখে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
অবশ্য, বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি দুর্ভোগও ছিল। রাজধানীর কিছু এলাকায় হঠাৎ বৃষ্টির কারণে বাইরে থাকা মানুষ বিপাকে পড়েন। তবে গরমে হাঁসফাঁস করা নগরবাসীর অনেকে এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন।
সাইফুল ইসলাম নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বলেন, সকাল থেকে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে ঘর থেকে বের হতে ভয় লাগছিল। এই বৃষ্টিতে প্রাণ ফিরে পেলাম।
এদিকে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :