রাজধানীর শাহবাগে একটি ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়, নিশ্চিত করেন ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান,“খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।”

আগুনের কারণ এখনও অজানা
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
ঘটনাস্থলে জরুরি সেবা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :