AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত তার ও গ্যাস সিলিন্ডার ছিল বিপদের মূল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১৯ এএম, ৬ এপ্রিল, ২০২৫
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত তার ও গ্যাস সিলিন্ডার ছিল বিপদের মূল

রাজধানীর শাহবাগে একটি টিনশেড ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ এবং বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, এবং গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাস আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করেছে।

শনিবার (৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে আয়োজিত ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন—“আমরা ঘটনাস্থলে ঝুলন্ত বৈদ্যুতিক তার ও লুজ সংযোগ দেখতে পেয়েছি। ধারণা করছি, এখান থেকেই আগুনের সূত্রপাত। শুরুতে পানি স্বল্পতা থাকলেও দ্রুত অতিরিক্ত ইউনিট পাঠানোয় আগুন নিয়ন্ত্রণে এসেছে।”

তিনি আরও জানান,“দোকানে থাকা হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হচ্ছিল। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সতর্কতার সঙ্গে আগুন নেভানো হয়েছে বলে বড় কোনো বিস্ফোরণ ঘটেনি।”


কাজী নজমুজ্জামান বলেন,“হাইড্রোজেন গ্যাস অত্যন্ত দাহ্য। যদিও হিলিয়ামের তুলনায় সস্তা হওয়ায় অনেকেই এটি ব্যবহার করেন, কিন্তু তা বিপজ্জনক। সিলিন্ডারে আসলে কী গ্যাস ছিল তা ল্যাব পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।”

এলাকা জনসাধারণের জন্য নিষিদ্ধ
আগুন নিয়ন্ত্রণে এলেও সিলিন্ডারগুলো এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই ঘটনাস্থল আপাতত জনসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,“দোকান মালিকদের এখনো পাওয়া যায়নি। তাদের কাছ থেকে তথ্য নিয়ে পরবর্তীতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।”

ঘটনাক্রম,রাত ৯:৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস,রাত ১০:০১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে,পলাশী ও সিদ্দিকবাজার থেকে আরও ৫টি ইউনিট যুক্ত হয়.রাত ১০:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে,রাত ১১:২০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয় ।

 

 

একুশে সংবাদ//আ.ট//এ.জে

Link copied!