রাজধানীজুড়ে দাবদাহের মধ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি ঝরেছে, যা চৈত্রের তীব্র গরমের তেজ কিছুটা প্রশমিত করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যার আগে হঠাৎ ঘন অন্ধকার ছড়িয়ে পড়লে, আকাশে বিদ্যুৎ চমকাতে চমকাতে এই বৃষ্টি শুরু হয়।
এদিন বিকেল সাড়ে ৫টা থেকেই ঘন কালো মেঘে ছেয়ে যেতে থাকে ঢাকার আকাশ। এতে সন্ধ্যার আগেই নেমে আসে অন্ধকার। সঙ্গে ঝোড়ো হাওয়াসহ শুরু হয় বৃষ্টি। পরে সন্ধ্যা নাগাদ উত্তরা, মিরপুর, আগারগাঁও, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকটা মুষলধারে বৃষ্টি হয়। এরমধ্যে রাজধানীর উত্তরায় শিলাবৃষ্টিও ঝরতে দেখা যায়।
এদিকে হঠাৎ বৃষ্টিতে গন্তব্যে ছুটে চলা মানুষদের অনেককেই মেট্রোরেলের স্টেশন কিংবা ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা যায়। কেউ কেউ ফুটপাতের পাশে থাকা বিভিন্ন দোকানেও আশ্রয় নেন।
অন্যদিকে বৃহস্পতিবার রাতের মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাস এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা ছাড়াও পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, ফরিদপুর, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :