AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে ওয়াসার পানিতে পোকা ও দুর্গন্ধ, বাড়ছে অসুস্থতা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৩ পিএম, ১১ এপ্রিল, ২০২৫
রাজধানীতে ওয়াসার পানিতে পোকা ও দুর্গন্ধ, বাড়ছে অসুস্থতা

রাজধানীর কল্যাণপুর, মগবাজার ও মধুবাগ এলাকায় এক সপ্তাহ ধরে পানির কল খুললেই আসছে দুর্গন্ধযুক্ত ও ময়লা পানি। সেইসঙ্গে মিলছে বিভিন্ন পোকামাকড়। এই পানি পান করার অনুপযোগী হলেও বাধ্য হয়ে অনেকেই তা ব্যবহার করছেন রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য দৈনন্দিন কাজে।

বাসিন্দারা জানিয়েছেন, বাসার পানির ট্যাংক একাধিকবার পরিষ্কার করার পরও সমস্যার সমাধান মিলছে না। তাদের অভিযোগ, ওয়াসার সরবরাহ লাইনে ত্রুটি থাকায় এমন দূষিত পানি আসছে। অনেকের আশঙ্কা, পানি ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

মধুবাগের এক বাসিন্দা জানান, এই পানিতে গোসল ও রান্না করতে সমস্যা। বাসার ছেলে-মেয়েরা পানি পান করতে চায় না। পাম্প থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে। আরেক বাসিন্দা জানান, পানির ট্যাংক পরিষ্কার  করলে ১০-১৫ দিন একটু ভালো থাকে। পরে আবার পোকা আসতে থাকে।

কল্যাণপুরের এক বাসিন্দা জানান, গত দেড় মাস ধরে পানি একদম ব্যবহার করা যাচ্ছে না। ওয়াসার পানিতে দুর্গন্ধ। আগে ওয়াসার লাইনের পানি ফুটিয়ে পান ও রান্নার কাজে ব্যবহার করা যেত। এখন ট্যাপ ছাড়লেই পানিতে পোকা আসছে। ট্যাপের মুখে কাপড় বেঁধে চালিয়ে নিচ্ছি।

ভুক্তভোগীরা জানান, ময়লা পানি ব্যবহারের কারণে হরহামেশাই দেখা দিচ্ছে পেটের অসুখ ও চর্মরোগ।

পানিতে ময়লা ও পোকার বিষয়ে ঢাকা ওয়াসার সঙ্গে যোগাযোগ করা হলে, মধুবাগ এলাকায় যান তাদের তিনজন কর্মকর্তা। কয়েকটি বাসা থেকে সংগ্রহ করা পানির নমুনায় পোকা উপস্থিতি দেখতে পান তারা। এ জন্য দায়ী করেন ট্যাংক পরিষ্কার না করাকে।

ওয়াসার উপসহকারী প্রকৌশলী তৌফিক আহমেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, ঠিকমতো ট্যাংক পরিষ্কার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। লাইনের পানি পরিষ্কার আছে, ট্যাংক ঠিকভাবে পরিষ্কার করলে স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়ে যাবে। 

তবে বাসা-বাড়ির পানির ট্যাংক ঠিকমতো পরিষ্কার না করার অভিযোগ নাকচ করছে এলাকাবাসী। এ অবস্থায় ওই এলাকায় ওয়াসার পানির পাইপের মান পরীক্ষা করে দেখার আশ্বাস দেন পরিদর্শনে আসা ওয়াসার কর্মকর্তারা।
 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!