রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন, যার মধ্যে শিক্ষার্থী ও পুলিশ সদস্যও রয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার পর এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর দুপুরেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় শুরু হলে ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কী কারণে দুপক্ষের সংঘর্ষ তা জানা যায়নি। পুলিশ বা দায়িত্বশীল কেউ এ নিয়ে কিছু জানাতে পারেনি। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম জানান, ঢাকা কলেজ, সিটি কলেজ ও পুলিশের ত্রিমুখী ধাওয়া–পাল্টা ধাওয়ার ধটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও পুলিশসহ ২০ থেকে ২৫ আহত হয়েছেন।
তিনি জানান, সকালে সিটি কলেজের গেইট ভাঙচুর করে নামফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদেরকে তা ফিরিয়ে দেয়। এরপর লাঠিসোঁটা নিয়ে বের হয় সিটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ জড়ায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এসময় পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছোড়া হয়।
ডিসি মাসুদ আলম জানান, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য ঢাকা ও সিটি কলেজের সামনে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের দাবি, সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। এরমধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। এমন অভিযোগ এনে মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্ররা সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা শুরু করেন। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান বিক্ষুব্ধরা।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :