AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়লা ফেলে সড়ক আটকে দিলেন পরিচ্ছন্নতা কর্মীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৮ পিএম, ২২ এপ্রিল, ২০২৫

ময়লা ফেলে সড়ক আটকে দিলেন পরিচ্ছন্নতা কর্মীরা

রাজধানীর নতুনবাজার থেকে বাড্ডা সড়কে ময়লা-আবর্জনা স্তূপ করে রেখেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। রাস্তায় জায়গা সংকুচিত হয়ে পড়ায় এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।

জানা গেছে, দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আন্দোলনে নামেন এসব কর্মীরা।

এটই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বর্জ্যে ভরা ট্রাকগুলো সড়কের পাশে দাঁড় করানো রয়েছে, আর সেগুলোর পাশেই ছড়িয়ে আছে ময়লার স্তূপ। বর্জ্য ব্যবস্থাপনার শার্ট বা ক্যাপ পরিহিত কর্মীরা নিজ নিজ ভ্যান উল্টে সড়কের ওপর ময়লা ফেলে দিচ্ছেন।

বর্জ্যের কারণে সড়কে কিছু স্থান প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে গাড়িগুলোকে ধীরে ধীরে পাশ কাটিয়ে যেতে হচ্ছে, আর এতে যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে।

এর আগে জুলাই মাসে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক অস্থিরতায় করপোরেশনের এক চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন পুড়ে যাওয়ায় বা ক্ষতিগ্রস্ত হওয়ায়, বাসাবাড়ির ময়লা সংগ্রহে অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারের কাজে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনঃব্যবহারযোগ্য করে কাজে লাগায় সিটি করপোরেশন।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Shwapno
Link copied!