AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২০ পিএম, ২২ এপ্রিল, ২০২৫

মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে বিক্ষোভ করেছেন কোহিনূর কেমিক্যালসের একদল শ্রমিক।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এই কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন। বিক্ষোভ চলাকালে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়।

আজ দুপুর পৌনে ৩টার দিকে তিব্বতের প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। অবরোধের কারণে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ যায়। এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

আন্দোলনকারীদের অভিযোগ, কোহিনূর কেমিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলনে নামে শ্রমিকরা।

যতক্ষণ পর্যন্ত অভিযোগকারীকে শাস্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।

এদিকে অবরোধের মধ্যে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানটির মূল ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করে। এ সময় কয়েকজনকে ইট-পাটকেল ছুড়তেও দেখা যায়। এতে ভবনের কয়েকটি গ্লাস ভেঙে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে উপস্থিত আছে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Shwapno
Link copied!