রাজধানীতে `মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)` এর নতুন কমিটির পরিচিতি সভা এবং গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি আঞ্চলিক অফিসের তৃতীয় তলায় কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের বিভিন্ন পৌরসভায় জনপ্রতিনিধির অনুপস্থিতিতে সেবাদানের অচলাবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, ৫ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে পৌরসভাগুলো কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। ফলে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায়, সাবেক মেয়র ও কাউন্সিলরদের মধ্য থেকে বেসরকারিভাবে প্রশাসক ও সদস্য নিয়োগের দাবি জোরালোভাবে তোলা হয়, যাতে দ্রুত পৌরসভাগুলোর দৈনন্দিন কার্যক্রম সচল রাখা সম্ভব হয়।
এ সময় সভায় আরো বলা হয়, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) কে পুনর্গঠন এবং এর কার্যক্রম আরও গতিশীল করার জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম এবং নির্বাহী সভাপতি হয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোকাদ্দেস আলী। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফজলুল করিম ময়ূন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, তালোড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুল জলিল খন্দকার, টাঙ্গাইল ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুর রশিদ মিয়া এবং গাজীপুর কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফুর রহমান।
মহাসচিব নির্বাচিত হয়েছেন নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ মোতাহের হোসেন। যুগ্ম মহাসচিব হয়েছেন কুড়িগ্রাম ওলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবুল আলা এবং ময়মনসিংহ ফুলপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আমিনুল হক।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ। অর্থ সম্পাদক হয়েছেন ময়মনসিংহ ভালুকা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সরকার দলিল উদ্দিন আহমেদ। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন বগুড়া শান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন। নারী উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালী চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন যশোর মনিরামপুর পৌরসভার সাবেক মেয়র শহীদ মোঃ ইকবাল হোসেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ পোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, পাবনা ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন জনি, নীলফামারী শরীয়তপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ এরশাদ হোসেন পাপ্পু এবং নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর মোছাঃ জান্নাতুল ফেরদৌস মুন্নি।
উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহাবুবুর রহমান, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ, সাভার পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রেফাত উল্লাহ, গাজীপুর কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোঃ মুজিবুল রহমান, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্ট, বাগেরহাট মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ নুরুল্লাহ।
সভায় নবনির্বাচিত নেতারা জানান, দেশের পৌর নাগরিকদের ন্যায্য সেবা নিশ্চিত করতে তারা সবসময় মাঠে থাকবেন এবং দ্রুত সময়ের মধ্যে পৌর প্রশাসন ব্যবস্থা কার্যকর করতে সরকারের প্রতি বেসরকারি প্রশাসক নিয়োগের দাবি জানাবেন।
এছাড়াও সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দিনে নানান কর্মসূচি গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/রাফি/বাবু/বি
আপনার মতামত লিখুন :