AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিএনসিসি‍‍`র সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৭:১০ পিএম, ২৭ এপ্রিল, ২০২৫

ডিএনসিসি‍‍`র সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত

রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-২ ও অঞ্চল-৫ এর সার্ভিস প্যাসেজ উন্নয়নের লক্ষ্যে "ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্থ সড়ক অবকাঠামো সহ অঞ্চল-২ ও অঞ্চল-৫ এর সার্ভিস প্যাসেজ সমূহের উন্নয়ন (IDRISP)" প্রকল্পের আওতায় ওয়ার্ড নং-০২, ০৩, ০৪ ও ০৫ অন্তর্ভুক্ত সাতটি প্যাকেজ (প্যাকেজ নং-W-01, W-04, W-08, W-11, W-38, W-40 এবং W-41) এর শুভ উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৭ এপ্রিল) রাজধানীর মিরপুরের পলাশ নগরে ৫ নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম প্রকৌশলী, পলাশ নগর মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আনিছুর রহমান, এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, "উন্নয়ন কোনো দল বা ব্যক্তির নয়, এটি জনগণের। আমাদের এলাকার সড়ক অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যাশা করি, এসব কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে সম্পন্ন হবে। পাশাপাশি এলাকাবাসীও যেন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করে। আমরা চাই, সবাই মিলে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে।"

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রতিদিন ডিএনসিসিতে বিপুল পরিমাণ ময়লা উৎপন্ন হয়, যা সঠিকভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনা করা হয়। এলাকাবাসীদের প্রতি অনুরোধ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে সহযোগিতা করুন। ছাদে বা রাস্তায় পাখি ও কুকুরের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা উচিত। আমরা পাবলিক স্পটগুলোতে পানির ব্যবস্থাও করবো।

অটোরিকশা প্রসঙ্গে প্রশাসক জানান, ব্যাটারিচালিত গাড়ির কোনো গ্যারেজে অনিয়ম হলে দ্রুত সিটি কর্পোরেশনকে জানাতে হবে। চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমরা সবাই মিলে একটি সুন্দর নগরী গড়ে তুলবো।

প্রকল্প কর্মকর্তা জানান, কাজ চলাকালে এলাকাবাসীর যানবাহন চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে, তবে সমন্বয়ের মাধ্যমে তা মোকাবিলা করা হবে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। কাজের মনিটরিংয়ের দায়িত্ব এলাকার জনগণকেই নেয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় এলাকাবাসী উপস্থিতিতে এ কর্যক্রম ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/বি

Shwapno
Link copied!