চট্টগ্রামের পটিয়ায় প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেট কারের ড্রাইভার হাবিব (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িটিতে থাকা ৪ যাত্রী।
বৃহস্পতিবার (২ জানুয়ারি )দিবাগত ভোর রাত ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক মোহাম্মদ হাবিব গাজীপুর জেলার পূবাইল থানার বাসিন্দা ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন গাজীপুরের নাঈম (৩২), রুবেল (৩০), মামুন (৩০) ও মামুন (২২)। তাঁদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানায়, গতকাল রাতে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের ভাটিখাইন এলাকায় পৌঁছে গাড়িটা কিছুটা রং সাইডে চলে যায়। একই সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে। এতে প্রাইভেট কারের চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ, পটিয়া ফায়ার সার্ভিস ও জনগণের সহায়তায় তাঁদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ রশিদ বলেন, গুরুতর অবস্থায় আহত ব্যক্তিদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক গাড়িচালক হাবিবকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :