AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে সিএনজি চোর চক্রের ৪ জনকে আটক


চট্টগ্রামে  সিএনজি চোর চক্রের ৪ জনকে আটক

চট্টগ্রামে আনোয়ারা থানা পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার উরকিরচর এলাকার সোনা মিয়া সওদাগরের বাড়ির মৃত মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোঃ আবুল কাশেম (৩২), একই ইউনিয়নের হারপাড়া এলাকার সৈয়দ আলীর বাড়ি মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ করিম (৩৪), ভোলা জেলার লালমোহন থানার ৪নং চরবুতা ইউনিয়নের ইদ্রিস চৌকিদারের বাড়ির মো. ইদ্রিসের ছেলে মোহাম্মদ আব্বাস (৩০) ও আনোয়ারা উপজেলার চাতরী এলাকার ছগির আহম্মদের বাড়ির মো. জসিমের ছেলে মোহাম্মদ জিসান (১৯)। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানা সূত্র জানায়, গত ১ জানুয়ারি উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে একটি সিএনজি অটোরিশা চুরি হলে ভুক্তভোগী মো. রিপন (২২) আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে পুলিশ গোপন সূত্রে রাউজান উপজেলায় অভিযান চালিয়ে আবুল কাশেমকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যমতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকী তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ  মো. মনির হোসেন বলেন, কিছুদিন ধরে আনোয়ারায় সিএনজি অটোরিকশা চুরির ঘটনা বেড়ে গেল পুলিশ অভিযান শুরু করে। এ সময় আবুল কাশেমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে বাকীদের তথ্য জানায়। তারা বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে একে অপরের সাথে যোগাযোগ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এসব কিছুর জন্য তাদের একটি গ্রুপ রয়েছে বলেও জানায়। তাদেরকে আদালতের  প্রেরণ করা হয়। বাকীদের গ্রেপ্তারে চেষ্ঠা চলছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


একুশে সংবাদ/আ.য
 

Link copied!