AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়পুরায় পল্লীবিদ্যুতের খুটি লাগাতে গিয়ে নিহত ২, আহত ৫


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৯:১৫ পিএম, ১৬ জুলাই, ২০২৪
রায়পুরায় পল্লীবিদ্যুতের খুটি লাগাতে গিয়ে নিহত ২, আহত ৫

নরসিংদীর রায়পুরায় পল্লীবিদ্যুতের নতুন খুটি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (১৭ জুলাই) উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর মনির ডাক্তারের বাড়ির পিছনে বেলা তিন টায় এ ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন, রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০) এবং দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯)। এঘটনায় আহতরা হলেন, রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮), দিনাজপুরের আহাদ মিয়া (৪১), জুয়েল (২৬) ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)। নিহত ও আহত ব্যাক্তিরা ঠিকাদার সুজনের আওতায় বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতো।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সাতজনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুটি সড়িয়ে সিমেন্টের খুটি স্থাপন করছিল। খুটি স্থাপন শেষে বিদ্যুত লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত ও ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।

ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে দাবী করে রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, খবর পেয়েছি বিদ্যুতের স্পৃষ্ট হয়ে ঠিকাদারের ২ জন লোক নিহত হয়েছেন এবং বেশকয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি সম্পর্কে নরসিংদীর জিএমকে জানানো হবে। 

এদিকে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন পলাশ সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। সন্ধ্যায় নিহতদের মরদেহ সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য নরসিংদী প্রেরণ করে পুলিশ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!