বেসরকারি সংস্থ্যা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি’র উদ্যোগে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) উপজেলার ৪টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে ২০২৪-২০২৫ অর্থ বছরের তালিকাভুক্ত হতদরিদ্র,ছিন্নমূল ১৯০০ শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এ কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ হাজার ৮০০ জন রেজিস্টার শিশুর মাঝে এ কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।
এ সময়ে উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার স্বপন হালদার, গণমাধ্যমকর্মী, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামের সভাপতিসহ সুুধিজনরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :