ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ওপর হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা আজিজুল বারী হেলাল।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) খুলনার কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে নতজানু হওয়ার জন্য অর্জিত হয়নি। আমাদের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি অভিযোগ করেন, ভারতের উগ্রপন্থী সংগঠন ‘হিন্দু সংগ্রাম সমিতি’ আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা চালিয়ে জাতীয় পতাকা নামিয়ে আগুন দিয়েছে। এ ঘটনাকে “অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত” বলে অভিহিত করেন তিনি।
আজিজুল বারী হেলাল বলেন, “ভারত যদি তাদের দেশে কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার তাদের নেই। বাংলাদেশের জনগণ কারও দাদাগিরি বরদাশত করবে না।” বিএনপি নেতা আরও বলেন, “জাতীয় ঐক্যই বিদেশি আগ্রাসন প্রতিহত করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় দলীয় নেতারা ভারতের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। সমাবেশ শেষে নগরজুড়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে ‘দিল্লির আগ্রাসন রুখে দাও’, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করো’ এবং ‘ভারতের দালালেরা হুঁশিয়ার’—এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় শহরের পথঘাট।
এ বিক্ষোভের মাধ্যমে বিএনপি নেতারা জাতিকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভারত সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা দাবি করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :