AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
১২:৫৮ এএম, ৩০ মার্চ, ২০২৫
সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা ডুবে তিন শিশু ও দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম নৌকাডুবিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিচয়:
নৌকাডুবিতে নিহতদের মধ্যে সবাই নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা, যারা জামালগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে আত্মীয়দের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতদের পরিচয়:
বিউটি চক্রবর্তী (৪০) – তাপন চক্রবর্তীর স্ত্রী, নোয়াপাড়া, জামালগঞ্জ। কল্পনা রানী সরকার (৫০) – নিরদ সরকারের স্ত্রী, হাতনি গ্রাম, মোহনগঞ্জ, নেত্রকোণা। জয়িতা সরকার (৬) – নিরেন সরকারের মেয়ে, হাতনি গ্রাম, মোহনগঞ্জ, নেত্রকোণা।গঙ্গা রানী সরকার (৮) – সুজিত সরকারের মেয়ে, ভাটিপাড়া গ্রাম, কলমাকান্দা, নেত্রকোণা।অপর এক শিশুর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আহত ও উদ্ধারকাজ:
আহতদের মধ্যে ৬ বছর বয়সী সৌরভ সরকার-কে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলা থেকে জামালগঞ্জ যাওয়ার পথে ৭০ জন যাত্রী ও মালামাল বহনকারী নৌকাটি বৌলাই নদীতে ডুবে যায়।

নৌকাডুবির পর অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচজন নিহত হন এবং একজন আহত হন।

উদ্ধার অভিযান ও প্রশাসনের প্রতিক্রিয়া
বেহেলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ মেম্বার জানান, রাতের কারণে দুর্ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”

 

একুশে সংবাদ/আ.ট /এ.জে

Link copied!