AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য শিশুমেলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৬:৫৭ পিএম, ২৪ মে, ২০২২

বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য শিশুমেলা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে  দুই দিন ব্যাপী ‘‘ শিশু ও নারী উন্নয়নে সচতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” - শীর্ষক প্রকল্পের অধীনে চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়নও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা/স্যানিটেশন-পরিবেশ ও জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ/ মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য  ইত্যাদি বিষয়ে ২২-২৩ মে দুই দিনব্যাপী শিশুমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত শিশু মেলায় আলহাজ্ব জহির আহমদ চৌধুরী, চেয়ারম্যান, ৬নং পোমরা ইউনিয়ন পরিষদ ও প্রতিষ্ঠাতা পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আতাউল গনি ওসমানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আবসার এবং জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী তথ্য অফিসার জনাব আয়েশা ছিদ্দিকা ।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছাত্র ছাত্রীদের শারিরীক ও মানসিক দক্ষতা অর্জনের গূরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং সভাপতি রাঙ্গুনিয়া উপজেলায় শিক্ষার প্রসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড: হাছান মাহমুদ, এমপি এর গূরুত্বপূর্ণ ভূমিকার কথা বর্ণনা করেন ।

এতে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়, পোমরা বঙ্গবন্ধু মডেল কেজি স্কুল , দক্ষিণ পোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাপলেজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র ছাত্রীবৃন্দ।

উক্ত শিশু মেলায় গান, নৃত্য, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মেলায় স্টল স্থাপনকারী বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিযেগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে দিনটি সমাপ্ত হয়।

 

 


একুশে সংবাদ/রা.শ/এস.আই

 

Shwapno
Link copied!