ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে ডুবে সামবির নামে ছয় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে এমপি ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের পদ্মা নদীতে পড়ে শিশুটি মারা যায়। সামবির একই গ্রামের স্থায়ী বাসিন্দা সুরুজ সিকদারের ২য় সন্তান।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, পদ্মায় ডোবার আধাঘন্টা পুর্বে তার বাবা তাকে গোসল করিয়ে বাড়িতে রেখে চলে যায়। এক রিক্সা চালক তাকে পানিতে হাত নাড়াতে দেখে আসেপাশের লোকজনকে ডাকাডাকি করে। পরে রিক্সাচালক ও শিশুটির পিতা স্থানীয়দের সহায়তায় পানিতে নেমে সামবিরকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.নাহীদ বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। আরো আগে নিয়ে আসলে হয়ত শিশুটিকে বাচাঁনো যেত।
ধারনা করা হচ্ছে খেলতে যেয়ে শিশুটি পানিতে পরে যায়। শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ.কম/না.নি.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :