জামালপুরের সরিষাবাড়ী কৃষি অফিসের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১২ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের ৭৬ জনের মাঝে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ছিল দুইটি লেবু ও দুইটি পেঁপে গাছের চারা, জৈব সার, গাছে পানি দেওয়ার ঝাঁর, প্লাস্টিক কন্টেইনার, নেট, রশি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, আজহারুল ইসলাম ফাতেমা খাতুন প্রমুখ।
একুশে সংবাদ.কম/রা.ই.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :