AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ রঙের গুঁড়া মসলা, কারখানা সিলগালা


Ekushey Sangbad
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
১০:০৯ পিএম, ১২ মার্চ, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ রঙের গুঁড়া মসলা, কারখানা সিলগালা

নিষিদ্ধ রং ব্যবহারে ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নমানের গুঁড়া মসলার একটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং সালাউদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।

 

রোববার (১২ মার্চ) বিকেলে জেলা শহরের টান বাজারে এ অভিযান করেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার নাহিদা আক্তার।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।

 

তিনি বলেন, টান বাজারের মা-বাবার দোয়া নামে একটি মসলার কারখানায় অভিযান চালানো হয়। মসলায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ, মসলা প্রক্রিয়াকরণ স্থলের পাশেই গবাদি পশু পালন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়েছে এবং মালিকপক্ষের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

একুশে সংবাদ.কম/এ.খ.প্র/জাহাঙ্গীর

Link copied!