নিষিদ্ধ রং ব্যবহারে ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নমানের গুঁড়া মসলার একটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং সালাউদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।
রোববার (১২ মার্চ) বিকেলে জেলা শহরের টান বাজারে এ অভিযান করেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার নাহিদা আক্তার।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।
তিনি বলেন, টান বাজারের মা-বাবার দোয়া নামে একটি মসলার কারখানায় অভিযান চালানো হয়। মসলায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ, মসলা প্রক্রিয়াকরণ স্থলের পাশেই গবাদি পশু পালন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়েছে এবং মালিকপক্ষের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একুশে সংবাদ.কম/এ.খ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :