চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম ১৪ আসন সাংগঠনিক এলাকার জাতীয় পার্টির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) রাত ৮ টায় উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে খতমে কুরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৈলতলী ইউপি আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বান্দরবান জেলা জাতীয় পার্টির সভাপতি কাজি মো: নাছিরুল আলম, বান্দরবান জেলা জাপা`র সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, কক্সবাজার জেলা জাপা`র সা: সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
একুশে সংবাদ.কম/খ.র.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :