গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর পেলো ১২৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার।
বুধবার (২২ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ১২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
গোপালগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জোবায়ের আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, নবনির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান মানিক হাওলাদার, মাজাহারুল আলম পান্না, রাফেজা বেগম, তুষার মধু, শ্যামল কান্তি বিশ্বাস বক্তব্য রাখেন।
একুশে সংবাদ/সু.ব.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :