চুয়াডাঙ্গার ওপর দিয়ে চলেছে টানা তাপপ্রবাহ। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, টানা ৯ দিন মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এ জেলায়। গত আট দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আবহাওয়া কার্যালয় বলছে, মার্চ, এপ্রিল ও মে এই তিন মাস কালবৈশাখীর মৌসুম। তবে এপ্রিল বাংলাদেশের জন্য সবচেয়ে উষ্ণতম মাস। এই সময় বৃষ্টি হলে কালবৈশাখী ঝড় হয়। বৃষ্টিপাত না হলে তাপমাত্রা বাড়তে থাকে।
এদিকে অতিরিক্ত তাপমাত্রায় হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গাবাসী। স্বস্তিতে নেই পশু-পাখিও। কাঠ ফাটা গরমে যেন নাভিশ্বাস উঠেছে জনজীবন। এতে অস্থির হয়ে পড়ছে জনজীবন। বিশেষ করে শহুরে মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় মানুষ মাত্রাতিরিক্ত ঘামছেন। বাইরে বের হলেই রোজাদাররাও কাহিল হয়ে পড়ছেন।
গরমের কারণে বিভিন্ন স্থানে গাছের ছায়ায় কেউ বসে বিশ্রাম নিচ্ছেন। আর পথচারীরা ইফতারের আগে ভিড় করছেন ফুটপাতের শরবত এবং ডাব বিক্রেতাদের কাছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, “টানা আট দিন এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা আট দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে।”
এই কর্মকর্তা আরও বলেন, “বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় মানুষের শরীরে ঘামও কম হচ্ছে।”
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :