পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথম আলো রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে সুবিধা বঞ্চিত ১৬ পরিবারকে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিনি, আলু সেমাই, দুধ, চিড়া, খেজুর, নুডলস, মসলা ও তেল।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে বন্ধুসভার বন্ধুরা এসব উপহারসামগ্রী বিতরণ করেন।
উপহার পেয়ে খুশি হয়ে প্রতিবন্ধী আবদুল সফুর (৫০)বলেন, তাঁদের কাছে সহায়তা না চাইলেও বন্ধুসভা আমাদের খোঁজ নিয়েছে। আমরা ঈদের দিনটা ভালোভাবে কাটাতে পারব।
উপহারসামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার উপদেষ্টা শিক্ষক মো. আবু সায়েম, সভাপতি শিক্ষক মঈনুল ইসলাম মাহমুদ, সাধারণ সম্পাদক শিক্ষক এম মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক আজগর আলী, অর্থ সম্পাদক সুজন কান্তি দাশ, সদস্য জুনায়েদ হোসেন, রবিউল মোস্তফা, জামিল মাহমুদ, সাহেদ আরিফ, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
একুশে সংবাদ.কম/ত.ই.প্র/জা.হা
আপনার মতামত লিখুন :