গোপালগঞ্জের মুকসুদপুরে গত ১৯ এপ্রিল মেধাবী ছাত্রী ও গৃহবধূ শান্তা ইসলামের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ফ্রেন্ডস ফাউন্ডেশন ১৭ এবং গোবিন্দপুর এলাকাবাসীর আয়োজনে উপজেলার গোবিন্দপুর বাজারের খান্দারপাড়া-বাথানডাঙ্গা সড়কে ঘন্টাব্যাপী হাতে হাত রেখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শান্তা ইসলামের মা ফিরোজা বেগম, চাচা বাদল ফকির, গোবিন্দপুর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেন্টু মুন্সি, সোহাগ শেখ প্রমূখ। মানব বন্ধন পরিচালনা করেন আইন বিভাগের ছাত্র জয়নাল আবেদিন।
অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই ঘটনায় হত্যাকারী ঘাতক সিরাজুল ইসলাম ও তার পরিবারের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবি জানায় ও মামলার দ্রুত বিচারের জন্য মামলাটি পিবিআই এর তদন্ত কামনা করেন।
একুশে সংবাদ.কম/ম.হ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :