নীলফামারী জলঢাকা উপজেলায় সামাজিক সংগঠন শিকড়ের ঈদ পুনর্মিলনী নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পৌরসভার দুন্দিবাড়ী মন্নু ইকো পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ টুডে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক জোবায়ের আলম।
শিকড়ের সভাপতি মৃত্যুঞ্জয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
এসময় বক্তব্যে রাখেন শিকড়ের সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, সমকাল প্রতিনিধি হাসিবুল ইসলাম মিতু, কালেরকন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিন, যুগান্তর প্রতিনিধি সফিকুল ইসলাম চিনু, মানবকন্ঠ প্রতিনিধি রাশেদুজ্জামান সুমন, আজকালের প্রতিনিধি সফিকুল ইসলাম শফি, বাংলাদেশ টুডে প্রতিনিধি হাফিজুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি তাইজুল ইসলাম তাজু, ভোরের কাগজ প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র রায়, যায়যায়দিন প্রতিনিধি মনিরুজ্জামান লেবু, আমার সংবাদ প্রতিনিধি ফরহাদ হোসেন, কালবেলা প্রতিনিধি হারুনুর রশীদ, যুগের আলো প্রতিনিধি মাইদুল হাসান মন্নু, ইকো পার্কের পরিচালক রিয়াদ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের প্রতিনিধি মর্তুজা ইসলাম।
দিনব্যাপি আয়োজনে পাখি আক্তার রিয়া, মোতালেব ভাইজান, জাহাঙ্গীর, আনোয়ার গানে ও নাচে অভিনয়ে মঞ্চ মাতিয়ে রাখে। পরে শিকড়ের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/জ.হ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :