১৯৯১ সাল থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাছারি বাড়িতে নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়।
সোমবার (৮ মে) শাহজাদপুরে কাছারি বাড়ীতে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে শুরু হচ্ছে তিন দিনের রবীন্দ্র জন্মোৎসব।শাহজাদপুরে এখন চলছে উৎসবের আমেজ।
জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপী রবীন্দ্রজন্মোৎসবের প্রথমদিন ২৫বৈশাখ সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদের ডেপুটি স্পিকার শামছুল হক টুকু এমপি, বিশেষ অতিথি শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
২৫, ২৬ ও ২৭ বৈশাখ তিনদিন চলবে রবীন্দ্র জন্মোৎসব। তৃতীয়দিন ২৭ বৈশাখ(১০মে) জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের শেষ হবে।
কবিগুরুকে সম্মান জানাতে ও অনুষ্ঠানে যোগ দিতে কাছারি বাড়িতে আসতে শুরু করেছেন রবীন্দ্র প্রেমীরা।পাশ্ববর্তী দেশ ভারত থেকেও ইতিমধ্যে এই উৎসবে যোগদানে এসেছে অনেকে। রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুত করা হয়েছে কাছারি বাড়ি। রং তুলির শৈল্পিক আচর ও ব্যাপক আলোকসজ্জা দৃষ্টি নন্দিত এখন কবিগুরুর কাছারি বাড়ি। প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা সব ব্যবস্থা করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিয়াকত সালমান বলেন, এবছর বিশ্বকবির জন্মোৎসব পালনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।সকল রবীন্দ্র ভক্তরা নিরাপদ নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারে তার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/হ.শ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :