চট্টগ্রামের পাহাড়তলী নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে দু`গ্রুপের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ মে) সন্ধ্যা ৭টায় নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার বিটেক বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. মাসুম (৩০) ও মো. সবুজ (২০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশেক জানান, নিহতদের বন্ধু পরিচয়ে সাগর নামে এক যুবক তাদের হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই জনের পায়ে ছুরিকাঘাতের চিহ্ন আছে।
নিহতের বন্ধুরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। জহুর আহমেদ স্টেডিয়ামের পাশে বিটেক বাজার মোড়ে আড্ডা দিচ্ছিল নিহত সজীব ও তার বন্ধুরা। সাথে একজন মেয়ে বন্ধুও ছিল। মেয়ে বন্ধুকে নিয়ে কটাক্ষ করে কথা বলায় মুহুর্তেই হাতাহাতি হয়। তবে পরে সে সমস্যার সমাধানও হয়। কিছুক্ষন পরে সজীব ও তার বন্ধুদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অন্য গ্রুপের সদস্যরা। এতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে মারাত্মকভাবে আহত হয় মাছুম ও সজীব নামের দুই যুবক।
এদিকে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন নিহতের স্বজনরা।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “এক তরুণ ও তরুণী কথা বলছিল। এ সময় অন্য কয়েক জনের সাথে কথাকাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসে উভয় পক্ষ আপস করেছিল। পরে আবার দুই পক্ষ মারামারিতে জড়িয়ে যায়। এ নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।
ওসি বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ জানার চেষ্টা চলছে। পুলিশের একটি দল জড়িতদের ধরতে কাজ করছে।
“নিহতদের একজন অটোচালক, আরেকজন ব্যাটারি মেরামতের কাজ করে বলে জেনেছি।”
একুশে সংবাদ/রা.হ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :