AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাধবপুরে ৮ম শ্রেণীর ছাত্রী অপহরন, গ্রেফতার ১


মাধবপুরে ৮ম শ্রেণীর ছাত্রী অপহরন, গ্রেফতার ১

হবিগঞ্জের মাধবপুরে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় ভিকটিম উদ্ধার সহ প্রধান অপহরণকারী আসামীকে গ্রেফতার করছে পুলিশ।

 

শুক্রবার (১৯ মে) বিকাল ৪ টার দিকে এসআই হুমায়ুন কবির তথ্য প্রযুক্তির সাহায্যে সিলেটের জাফলং থেকে উপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার সহ অপহরণকারীকে গ্রেফতার করেন।

 

অপহৃতা স্কুল ছাত্রী আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

 

মামলার বিবরণে জানা যায় জৈনক স্কুলছাত্রী গত ১৪ মে রবিবার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছামাত্র সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আসামী নাজমুস সাকিব অজ্ঞাতনামা দুই সহযোগীর সহায়তায় স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে একটি সিএনজিচালিত অটোরিকসায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে মেয়ের মা সানজিদা পারভিন ১৬ মে মাধবপুর থানায় নাজমুস সাকিব সহ ৫ জনকে আসামী করে একটি অপহরণ মামলা করেন।

 

সানজিদা পারভিন জানান, তার মেয়ে গত রমজান মাসে পুর্ব আন্দিউড়া মসজিদে কোরআন শিক্ষার জন্য ভর্তি হয়। ওই মসজিদে কোরআন শিক্ষাদানের দায়িত্ব ছিলেন নাজমুস সাকিব। নাজমুস সাকিব তখন প্রায় সময়ই তার মেয়েকে কুপ্রস্তাব দিত এবং নানাভাবে হয়রানী করত । আসামী নাজমুস সাকিব মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাঝিশাইল গ্রামের আব্দুর রউফ এর ছেলে।

 

এসআই হুমায়ুন কবির জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারী সাকিবের অবস্থান নিশ্চিত হয়ে তিনি জৈন্তাপুর থানা পুলিশের সহায়তায় অপহরণকারীকে গ্রেফতার ও অপহরণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করেন। আগামীকাল শনিবার ওই স্কুলছাত্রীর মেডিকেল টেস্ট করানো হবে বলে জানিয়েছেন এসআই হুমায়ুন কবির।

 

একুশে সংবাদ/স.স.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!