গাইবান্ধার গোবিন্দগঞ্জে কবর থেকে সাতটি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় গ্রামবাসীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক কতদিন আগে কঙ্কালগুলো কবর থেকে চুরি হয়েছে তা জানা না গেলেও শনিবার (২০ মে) বিষয়টি গ্রামবাসীদের প্রথম নজরে আসে।
কবর থেকে মৃত ব্যক্তির এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর (উত্তরপাড়া) গ্রামে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার পুরাতন একটি কবর থেকে মাটি খোঁড়া হয়েছে এমন একটি ঘটনা দেখতে পান তারা। এসময় কবরের ভেতরে মৃত ব্যক্তির কঙ্কাল না থাকার বিষয়টিও সকলের নজরে আসে। এরপর অনুসন্ধান চালিয়ে আরো ৬টি পুরাতন কবর একই অবস্থা দেখতে পান তারা।
স্থানীয়দের ধারণা শুক্রবার রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির সময় কবর থেকে কঙ্কাল গুলো চুরি হয়েছে। তারা আরও জানান, যে কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে সেগুলোর প্রত্যেকটি কবরের বয়স প্রায় দুই থেকে তিন বছর। পুরাতন কবর থেকে কঙ্কাল গুলো চুরি করা হয়েছে। কঙ্কাল চুরির সাথে জরিত সকলকে আইনের আওতায় আনার দাবি স্থানীয় এলাকাবাসীর।
এ বিষয়টি নিশ্চিত করে কামারদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌকির হাসান রচি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, ঘটনাটি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
একুশে সংবাদ/ম.স.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :