AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৩:৪১ পিএম, ২৫ মে, ২০২৩
ঝালকাঠিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালিত

ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীর হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

 

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লা পনির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

 

আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণ পুরুষ কাজী নজরুল ইসলাম। তার নামের সঙ্গে যুক্ত রয়েছে ‘বিদ্রোহী কবি’, ‘প্রেমের কবি’, ‘সাম্যের কবি’সহ নানা অভিধান।

 

১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির ‘চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’কে সামরিক সংগীত হিসেবে নির্বাচিত করে তাকে সম্মানিত করা হয়।

 

একুশে সংবাদ/ক.ক.প্র/জাহাঙ্গীর

Link copied!